সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

Muslim (মুসলিম)

এই প্রথম আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কোন পূর্ণ এপ্লিকেশন সম্পূর্ণ বাংলায়আমরা অনেকেই অনেক সময় অনেক সুরা ভুলে যাই বা অনেকেই আরবি পরতে পারি না তাই
নামাজ পরার জন্য বেশ কিছু সুরা, নামাজের নিয়ম, দোয়া,জরুরী হাদিস,আমল,হাদিসের কিছু শিক্ষণীয় গল্প এবং সহীহ মুসলিম (সব খণ্ড একত্রে), নিয়ে এসেছিআশা করি আপনাদের ভালো লাগবে
যে সকল সুরা পরতে পারবেনঃ
সূরা আল ফাতিহা
সূরা ফালাক
সূরা নাস
সূরা ইখলাছ
সূরা কাফিরুন
সূরা লাহাব
সূরা কাওসার
সূরা আদিয়াত
সূরা আলাক
১০ সূরা বাইয়্যিনাহ
১১ সূরা আদ্ব-দ্বোহা
১২ সূরা আল ইনশিরাহ
১৩ সূরা যিলযাল
১৪ সূরা আল লায়ল
১৫ সূরা কদর
১৬ সূরা আশ-শামস
১৭ সূরা ত্বীন

যে সকল দোয়া পাবেনঃ
দো' ইস্তেফ্তাহ
দোয়া কুনুত
দোয়ায়ে মাসুরা
ছালাত পরবর্তী দুয়া যিকর সমূহ
দুয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ
সকাল-সন্ধায় পঠিতব্য দুয়া যিকির সমূহ
সিজদাতে দুয়া করার নিয়ম
যে সকল আমল পাবেনঃ
আল্লাহর ৯৯ টি নাম (অর্থসহ)
মা-বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসূমহ
ইসলামের সহজসাধ্যতা সরলতা
মুসলমানদের ১৫ টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী
যে সকল হাদিসের গল্প পাবেনঃ
যমযম কূপ কাবা ঘর নির্মাণের ঘটনা
পাহাড়ের গুহায় আঁটকে পড়া তিন যুবক
ইবরাহীম (আঃ), সারা অত্যাচারী বাদশাহ
আবু বকর সিদ্দীক (রা) এর একটি ঘটনা এবং আমাদের জন্যে শিক্ষা
আবূ ত্বালিবের মৃত্যুর ঘটনা
রাসূলুল্লাহ (সাঃ)-এর মুজিযা
নামাজ নিয়ে যা পাবেনঃ
ফজরের নামাজের নিয়্যত
যোহরের নামাজের নিয়্যত
আছরের নামাজের নিয়্যত
মাগরিবের নামাজের নিয়্যত
এশার নামাজের নিয়্যত
ক্বাযা নামাজ
মাসবুকের নামাযের নিয়ম
সাহু সিজদা
নামাযের মর্যাদা
১০ নামায-শিক্ষার বিভিন্ন দিক
সহীহ মুসলিমঃ
সহীহ মুসলিমঃ প্রথম খণ্ড
সহীহ মুসলিমঃ দ্বিতীয় খণ্ড
সহীহ মুসলিমঃ তৃতীয় খণ্ড
সহীহ মুসলিমঃ চতুর্থ খণ্ড
সহীহ মুসলিমঃ পঞ্চম খণ্ড
সহীহ মুসলিমঃ ষষ্ঠ খণ্ড
সহীহ মুসলিমঃ সপ্তম খণ্ড
সহীহ মুসলিমঃ অষ্টম সর্বশেষ খণ্ড


শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

Play Store এরর দেখাচ্ছে? দেখুন কিভাবে এর সমাধান করবেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে সবচেয়ে পরিচিত শব্দটি হল Play Store. প্রতিদিন নানা প্রয়োজনে আমাদের প্লে স্টোর ভিজিট করতে হয়।কারন প্লে স্টোর অ্যান্ড্রয়েড অ্যাপের অফিশিয়াল এবং সবচেয়ে বড় অ্যাপ মার্কেট। এতে সাধারনত ভেরিফায়েড ও ক্ষতিকর নয় এমন অ্যাপ সমূহ পাওয়া যায়। কিন্তু প্রয়োজনের সময় প্লে স্টোর ভিজিট করতে যেয়ে যদি দেখেন আপনার ডিভাইসের প্লে স্টোর অ্যাপ টি ক্রাশ করছে অথবা কোন error ম্যাসেজ দিচ্ছে তখন নিশ্চই আপনার বিরক্তির সীমা থাকবে না।



Play Store ক্রাশ বা error দেখানোর কারন : সাধারনত নতুন মোবাইল এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। তবে মোবাইল রুট করলে বা মোবাইলের হার্ডওয়্যার কিংবা সফ্টওয়্যারের যেকোন অনাকাঙ্খিত পরিবর্তনের ফলেও এমনটা হতে পারে। আবার যারা মোবাইলে Freedom ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এমন হতে পারে।
তো এবার দেখা যাক কিভাবে এই বিরক্তিকর সমস্যা থেকে Play Store কে মুক্ত করা যায়। এজন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরন করুন:
  • Play Store Cache(ক্যাশ) ক্লিয়ার করা: অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য আপনি Play Store অ্যাপের ক্যাশ ক্লিয়ার করতে পারেন। ক্যাশ ক্লিয়ার করার জন্য আপনি আপনাকে ডিভাইসের Settings এ যেয়ে Apps বা Application Manager এ যেতে হবে। এবার অ্যাপ উপরের অপশন থেকে All সিলেক্ট করুন এবং Google play store অ্যাপ টি খুজে বের করে তাতে ক্লিক করুন। এবার অ্যাপ ইনফো উইন্ডো থেকে Clear Cache এ চাপুন। কাজ শেষ।
  • Play Store ডাটা ডিলিট করা: ক্যাশ ক্লিয়ার করার পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরবর্তি পদক্ষেপে আপনি প্লে স্টোর অ্যাপের ডাটা ক্লিয়ার করতে পারেন। এতে করে আপনার প্লে স্টোর অ্যাপের সকল Setting Default হয়ে যাবে। ডাটা ক্লিয়ার করার জন্য Setting>App Manager>All>Play Store প্রবেশ করে বা উপরের বর্নিত পদ্ধতি অনুযায়ী প্লে স্টোর অ্যাপ ইনফো তে যেয়ে Clear Data তে ক্লিক করুন।
  • Google Services Framework ডাটা ডিলিট করা: Google Services Framework ডাটা ক্লিয়ার করার জন্য Setting>App Manager>All>Google Services Framework এ প্রবেশ করুন এবং Clear Data তে ক্লিক করুন।
  • ডাউনলোড ম্যানেজার Enable/Disable করা: যদি কোন কারণে বা ভুল বশত আপনি আপনার ডিভাইসের ডাউনলোড ম্যানেজার Disable করে দিয়ে থাকেন তাহলে প্লে স্টোর অ্যাপ কাজ করবে না এবং আপনি প্লে স্টোর থেকে কোন কিছু ডাউনলোড বা ইন্সটল করতে করতে পারবেন না। ডাউনলোড ম্যানেজার Enable করার জন্য Settings>Apps /Application Manager>All এ প্রবেশ করে Download Manager খুজে তাতে ট্যাপ করে তা Enable করে দিন। যদি এখানে Enable এর পরিবর্তে Disable লিখা থাকে তাহলে কিছু করতে হবেনা। এখানে Disable লেখা থাকা মানে হল ডাউনলোড ম্যানেজার Enable আছে।
  • গুগল অ্যাকাউন্ট রিমুভ করা: প্লে স্টোর সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আপনি আপনার Google Account টি রিমুভ করে পুনরায় লগ ইন করে দেখতে পারেন। অ্যাকাউন্ট রিমুভ করার জন্য Settings>Accounts এ যেয়ে Google সিলেক্ট করুন এবং প্লে স্টোর এর জন্য আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করেন তা 3dot(…) চিহ্নিত Menu বা ডিভাইসের মেনু বাটনে ক্লিক করে Google Account টি রিমুভ করে দিন। এবার আপনার ডিভাইসটি রি-বুট বা রিস্টার্ট করে পুনরায় গুগল অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোর এ লগ ইন করুন।
  • ফ্যাক্টরি ডাটা রিসেট করা: উপরে যে পদ্ধতি গুলোর কথা বললাম তার সবগুলো ট্রাই করার পরেও যদি আপনার সমস্যা থেকেই যায় তাহলে শেষ যে সমাধান রয়েছে তা হল আপনার ডিভাইসের ফ্যাক্টরি ডাটা রিসেট করা । তবে মনে রাখবেন আপনি যদি অপনার ডিভাইসটি ফ্যাক্টরি ডাটা রিসেট করেন তাহলে আপনার ডিভাইসের সমস্ত কন্টাক্ট এবং ম্যাসেজ সহ সকল ডাটা ডিলিট যাবে। তাই প্রয়োজনীয় ডাটা অবশ্যই ব্যাকআপ করে নিন। ব্যাকআপ নেয়ার পর ফ্যাক্টরি রিসেট দেয়ার জন্য Settings>Backup and Reset এ যেয়ে Factory Data Reset সিলেক্ট করুন। কিছুক্ষনের মধ্যেই আপনার ডিভাইসটি রিসেট হয়ে রি-বুট হবে।আবারো বলছি অবশ্যই ব্যাকআপ নিয়ে নিবেন।